বর্তমানে অনলাইনে কেনাকাটার হার বেড়ে দাড়িয়েছে কয়েকশো গুন। ফলে অনলাইন শপগুলো তাদের পন্য ডেলিভারির জন্য দিচ্ছে ডেলিভারি ম্যান এবং ওমেন পদে নিয়োগ। এসব পদের জন্য ফিক্সড সেলারির পাশাপাশি থাকে প্রতি ডেলিভারিতে কমিশন। আর এই কমিশনের পরিমান কিন্তু নেহাত কম নয়।
খোজ নিয়ে জানা গিয়েছে, প্রতিটি সাক্সেসফুল ডেলিভারির জন্য একজন ডেলিভারি ম্যান বা ওমেন পেয়ে থাকেন সর্বনিম্ন ২৫ টাকা। আবার কিছু কিছু ডেলিভারির ক্ষত্রে এর পরিমান ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।
কমিশনের পরিমান নির্ভর করে, আপনি কি ধরনের পন্য পরিবহন করছেন, তার উপর। যেমন, আপনি যদি ১২০০০ টাকা থেকে ১৫০০০ মুল্যের কোন মোবাইল সেট ডেলিভারি করেন তাহলে আপনি পাবেন ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
প্রতিদিন ৪০ থেকে ৫০ টা ডেলিভারি প্রায় সব ডেলিভারি বয় বা গার্লই পেয়ে থাকেন। আবেদন করে জয়েনিং পেতে চাইলে যোগাযোগ করুন আপনার জানা যেকোন অনলাইন শপের পেজের মাধ্যেমে। তাদেরকে পেজে নক করে জানিয়ে দিন আপনার ইচ্ছের কথা। সময়মত তারা আপনাকে কাজের জন্য ডেকে নিবে এবং আপনি কাজ করার সু্যোগ পেয়ে যাবেন নিশ্চিত।