সবার আগে জানিয়ে দেই সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা। সেটা হলে আবেদন করা যাবে আগস্টের ২০ তারিখ পর্যন্ত। এবার আসা যাক, দিতীয় গুরুত্বপুর্ন তথ্যের দিকে। সেটা হল, আবেদন জমা দেয়া যাবে অনলাইনে এয়ারফোর্সের ওয়েবসাইটের মাধ্যেমে। সাইটের লিংক এই লেখার একদম নিচে কালার করে দেয়া উল্লেখিত আছে, দেখে নিন। এপ্লাই করার লিংকে যাবার আগে যে জিনিসগুলো আপনার জানা খুবই জরুরি সেগুলো আগে জেনে নিন। সবার আগে থাকতে হবে লিমিটের মধ্যে বয়স। আর তা হলে সর্বোচ্চ ২৮ বছর। অর্থ্যাত বয়স ২৮ বছরের বেশি হলে এপ্লাই করা যাবেনা।
বিবাহিত বা অবিবাহিত সবাই এপ্লাই করতে পারবেন তবে তালাকপ্রাপ্ত হলে হবে। শুরুমাত্র পুরুষ রা আবেদন করতে পারবেন। ফিমেল হলে হবেনা। ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে কমপক্ষে। মিটারে ১ দশমিক ৬৩ এবং বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চির মধ্যে হতে হবে।
চোখের পাওয়ার ৬ বাই ৬ আবশ্যক। কালার ব্লাইন্ড হলে হবেনা। অনেকই রঙ চিনতে পারেন না। তাদেরকে কালার ব্লাইন্ড বলা হয়ে থাকে।
এবার আসা যাক শিক্ষার দিকে। অর্থ্যাত পড়াশোনা কতখানি বা কিকি পড়াশোনা থাকতে হবে। ২ ধরনের পদের উল্লেখ আছে,
শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার এসিস্ট্যন্ট
শিক্ষা প্রশিক্ষকের জন্য নিচের পড়াশোনাঃ
স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অনার্স বা ডিগ্রি অনার্স পাস হতে হবে। সাইন্স বিভাগ থেকে পাস হতে হবে যেখানে পদার্থ এবং গণিত থাকতে হবে এবং সিজিপিএ ২ দশমিক ৫ মিনিমাম থাকতে হবে।
অথবা, স্বিকৃত ভার্সিটি থেকে অনার্স ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি/ সমমান -এর সিজিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।
অন্যদিকে,
সাইফার এসিস্টেন্টের জন্য নিচের পড়াশোনা লাগবেঃ
BSC/ BCOM/ BA/ সমমান -এ স্বীকৃত ভার্সিটি থেকে জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।
কিভাবে আপনাকে সিলেক্ট করা হবে এবার সেগুলো,
২ ধরনের পদের জন্যই আইকিউ, ইংরেজি, জেনারেল নলেজের লিখিত পরীক্ষা হবে এবং স্বাস্থ পরীক্ষা এবং ভাইভা টেস্ট থাকবে।
তবে সাইফার এসিস্টেন্ট পদের জন্য উপরের গুলোর ব্যবহারিক পরীক্ষাও দিতে হবে।
দরখাস্ত জমা দেবার জন্য
নিচের লিংকে যাবেন। সেখানে Apply Now নামের একটা বাটন দেখতে পাবেন। সেই বাটনে ক্লিক করে এপ্লিকেশন জমা দেবার প্রকৃয়া শুরু করতে পারবে।
এপ্লাই লিংকঃ http://www.joinbangladeshairforce.mil.bd/
অনলাইনে আবেদন সম্পন্য করার জন্য ২০০ টাকা পরিশোধ করতে হবে