শুরু হয়ে গিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগ নিয়োগের প্রকৃয়া। এবার আছে নানাবিধ পরিবর্তন।
নিয়োগের প্রথম কার্যক্রম হচ্ছে দরখাস্ত জমা দেয়া। এই গ্রহন আপাতত চালু আছে। দরখাস্ত গ্রহন শুরু হয়েছে অক্টোবরের ২৫ তারিখে যা চলবে পরবর্তী মাসের ২৪ তারিখ পর্যন্ত অর্থ্যাত নভেম্বর ২৪, ২০২০ হল আবেদন গ্রহনের লাস্ট ডেট।
এবার কিন্তু প্রাইমারিতে আবেদনের ক্ষেত্রে বিশাল একটা ধাক্কা খাবেন অনেকেই। কারন এর আগে ফিমেল ক্যন্ডিডেট যারা তারা ইন্টার পাশেই এপ্লাই করার সুযোগ পেত। কিন্তু এবার ইন্টার পাশ কেউই আবেদন করতে পারবেন না।
এবার আবেদন করতে হলে আবেদন কারীকে অবশ্যই গ্রজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে নারী/ পুরুষ নির্বিশেষে সকলের।
এপ্লাই করা যাবে টেলিটকের ডি পি ই এর সাইটের মাধ্যেমে। উপরে যে ইমেজ দেখতে পাচ্ছেন সেটাই সার্কুলার। সার্কুলার দেখে আবেদন জমা করার সকল নিয়ম জেনে নিন মুহুর্তেই।
I want to apply for the post
I want to apply for the post
I want to apply for the post
I want to apply for the post
I want to apply for this post
Thank you!!1